গ্যালারি
অনুষ্ঠান
চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে গত শনিবার বিকেলে ফরিদগঞ্জের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. মহসিনুল হক। জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে সরকারিভাবে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রচারণামূলক সভা, উপস্থিত বিচারপ্রার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সরোয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনগত সহায়তা কমিটির প্যানেল আইনজীবী এডোভোকেট এইচ এম হেলাল।